Monday, December 14, 2020

Extra-Strong Magnetic Cap

 

Extra-Strong Magnetic Cap


The secure magnetic cap ensures the toy stays put during use and stimulates your clitoris while you walk, sit, dance,

or lie down. A great choice for teasing or full-blown orgasms no matter what setting you find yourself in!

Thursday, October 4, 2018

Library

Get unlimited books!




Settings Screen Responsive Text link Get unlimited Books here! Connection 3G, Wi-Fi 3G flow CC submit, 5 day free trial then $49.95/month Carriers  All Wi-Fi flow CC submit Device All Not allowed No social media hacking websites (Example: hacking Facebook, Instagram or Twitter), No WhatsApp virals, No E-mail virals, No Viral of any kind, No SMS marketing, No WhatsApp Spam, No Viber Spam, No iFraming pages, No naming of operator in prelander, No naming of carrier, brands or institutions (banks, government, police etc) No misleading.    




Saturday, September 30, 2017

সফলতা কাকে বলে



৪৯ বার চাকরির ইন্টারভিউ দিয়েও আমার চাকরি হয়নি। ৫০ বারের সময় আর কোন ইন্টারভিউ'র জন্য আবেদন করিনি।
আমি তাহমিদ। ডিগ্রী পাশ করার পরেও এখনো বেকার। কোন চাকরি আমার কপালে নেই। 
শেষমেশ ঢাকা শহরের একটা বড় হোটেলে থালা-বাসন ধোঁত করার জন্য একটা চাকরি পেলাম। আমার ভাগ্যে তো আর বড় চাকরি নেই তাই এই ছোট্ট কাজটা দিয়েই শুরু করলাম। আমার মাইনে ছিল থাকা-খাওয়া সহ মাত্র ৫০ টাকা।
সপ্তাহের সাত দিন-ই আমার কাজ ছিল। কলেজে পড়ার সময় আমার এক শিক্ষক বলেছিলেন- " জীবনে বিজয়ী হতে চাইলে কাজের মাধ্যমে হও, বিতর্কে নয়।" তাই সব সময় মনোযোগ সহকারে কাজ করতাম।
মাস খানেক যাওয়ার পর আমার কাজের পাশাপাশি , হোটেলে যখন আগত কাষ্টমারের সংখ্যা বেশি হতো তখন সবাই খুব ব্যস্ত থাকতো। তাদেরকে সহযোগিতা করার জন্য আমিও আগত অতিথিদের খাবার পরিবেশন করতাম। এতে আমার দোকানের মালিক আমার ওপর অনেক খুশি হতেন।
চাকরির বয়স যখন এক বছর, তখন আমি দোকানের সব কাজই করতাম এবং মালিকের খুব বিশ্বস্ত কর্মচারী হয়ে উঠলাম।
চাকরির বয়স যখন ৫ বছর তখন, মালিকের পাশাপাশি দোকানের সকল কাজের তদারকি আমাকেই করতে হতো।
চাকরির বয়স যখন ৭ বছর, তখন পুরো হোটেলের রক্ষণা-বেক্ষণের দায়িত্ব আমাকে দেওয়া হয়। মালিক শুধু প্রত্যেক মাসের হিসেবটুকু নিতেন। কখনো নিতেনও না। আগাদ বিশ্বাস ছিল আমার উপর। কখনো বিশ্বাস ভঙ্গ করি নি তার।
চাকরির বয়স যখন ৯ বছর, তখন আমার মালিক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। তার কোন সন্তান বা আত্মীয় স্বজন না খাকাতে , তিনি তার পুরো সম্পত্তি আমার নামে উইল করে দেন। মাস দু'য়েক পরেই তিনি মারা যান।
ওনার দেওয়া সম্পদ নিজের না মনে করে , ওনার রেখে যাওয়া আমানত মনে করে কাজ করতাম।।
চাকরির বয়স যখন ১৩ বছর , তার রেখে যাওয়া প্রতিষ্ঠানকে অনেককক বড় প্রতিষ্ঠানে পরিণত করি।
চাকরির বয়স যখন ১৫ বছর, তখন পুরো ঢাকা শহরের মধ্যে সেরা প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয় আমার মালিকের রেখে যাওয়া এই প্রতিষ্ঠান।
এরপর ক্রমশ আমার প্রতিষ্ঠানের সংখ্যা বাড়তে থাকে।
আজ চাকরির বিশ বছর। এখন আমি দেশের সেরা ব্যবসায়িক ব্যক্তির মধ্যে একজন। এখন আমার কোটি কোটি টাকা আর অনেকগুলো প্রতিষ্ঠান।
এখন আর আমি কারো কাছে চাকরির ইন্টারভিউ নিয়ে যাইনা বরং সবাই আমার কাছে চাকরির জন্য আসে। কারণ একটাই , আমি ছোট থেকে শুরু করে আজ এতো বড় হয়েছি। পৃথিবীর সবাই বড় হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু বড় হতে গিয়ে তারা শুধু বড় কাজগুলোকেই প্রাধান্য দেয়। ছোট কাজগুলো করে না। যার কারনে তারা সব-সময় ছোট থেকে যায়।
তাই আপনাদেরকে বলবো- আপনারা ছোট কাজগুলোকে ছোট মনে না করে কাজ করা শুরু করুন। হয়তো এই ছোট কাজটার মধ্যেই আপনার বড় হওয়ার স্বপ্নটা লুকিয়ে আছে।

Thursday, August 31, 2017

ভালোবাসা কিছুই বুঝেনা।



মেয়ে - আচ্ছা, আমার যদি বিয়ে হয়ে যায়
তুমি কি করবে ?
.
ছেলে - কি আর করব ? ভুলে যাবো।
.
মেয়ে - সত্যি ?? তুমি পারবা ? ( মন খারাপ করে )
.
ছেলে - অবশ্যই। তবে আমার আগে তুমি নিজেই আমাকে ভুলে যাবে।
.
মেয়ে - কখনোই নাহ।
.
ছেলে - বলছি তাহলে।
.
শুনো;
.
বিয়ের দিন কিছুক্ষণ পর পরই আমার কথা মনে হবে তবে তা খুবই অল্প সময়ের জন্য। তখন তুমি প্রচন্ড ব্যস্ত সময় পার করবে। সবার সাথে পরিচয়, কথাবার্তা, ফটো তুলতে তুলতেই সময় চলে যাবে।
.
বিয়ের পরের সাত - আট দিন সবার বাসায় যাওয়া আসা করতে করতেই সময় চলে যাবে। মাঝে মাঝে মনে পড়বে যখন রিক্সায় বসে ও তোমার হাত ধরবে কিংবা চুলে ফুল গেঁথে দিবে।
..
.
বিয়ের পরের মাসে হানিমুনে যাবে।
কোনো সমুদ্রের তীরে তার সাথে বসে কিছু রোমান্টিক সময় পাড় করবে আর মনে মনে ভাববে আমার সাথে বিয়ে না হয়ে হয়তো ভালোই হয়েছে। এভাবেই কেটে যাবে কয়েকটা মাস। নিজের একটা ছোট্ট সংসার তৈরি হবে। হয়তো ছোট্ট সংসারে পরিবারটা আরেকটু বড় হবে।
.
....
এবার আমার কথা বলি : যখন তোমাকে অন্যের হাতে তুলে দেওয়া হবে তখন হয়তো আমি অন্য জগতে থাকবো। নিকোটিন , নেশাদ্রব্য আমাকে রীতিমতো গ্রাস করে ফেলবে। মাঝে মাঝে চোখ থেকে দু-চার ফোঁটা জল পড়বে। মোবাইলের ডিসপ্লের দিকে তাকিয়ে সারাটা রাত কাটিয়ে দিব আর বলব, মানুষ যা চায় তা পায় না।
.....
..
পরের দিন গুলো রীতিমতো আরো ভয়ংকরভাবে কাটবে। তোমার সাথে কাটানো মুহুর্ত গুলো আমাকে কষ্টের শেষ সীমানায় নিয়ে যাবে। একটা সময় আসবে যখন পরিবার, সমাজ আমাকে বিচ্ছিন্ন করে দিবে। তখন আমার আপন বন্ধু হবে অন্ধকার। হয়ত মা মাঝে মাঝে এসে বুঝাবে।
...
.
এভাবেই কেটে যাবে কয়েকটা মাস কিংবা বছর। একটা সময় আসবে যখন আবার নিজেকে সবার মাঝে মেলে ধরতে হবে। তখন হয়তো ভালো একটা চাকরি পেয়ে বাবাকে মুক্তি দিবো। আর কিছুদিন পর হয়তো কোনো এক মেয়েকে বিয়ে করে ছোট্ট একটা সংসার করব যেখানে কিছু কিছু স্বপ্ন থাকবে।
.......
.
তবে বিশ্বাস করো, এমন একদিন আসবে যখন আমার "ও" আর তোমার "ও" দুজনই ঘুমে আচ্ছন্ন থাকবে। জাগ্রত থাকব তুমি আর আমি। মনে পড়বে সেই দিন গুলোর কথা। চোখ থেকে দু ফোঁটা জল পড়বে। উফ ঘুমাতে হবে। কাল আবার ওদের স্কুল আছে আর আমার অফিস....
____
__
লেখাগুলো কাল্পনিক হলেও, এটাই হল বাস্তবতার নিয়ম...

what is love?

Girl - Well, if I get married then I will get married
what will you do ?
.
Boy - what else? Will forget
.
Girl - really ?? Are you parva (Sadly)
.
Boy - Of course. But before you forget me yourself.
.
Girl - never
.
Boy - guys, then.
.
Listen;
.
I will remember only a few days after the wedding, but for a very short time. Then you will be busy with busy time. It's time to get acquainted with everyone, talking, taking photos.
.
Time to go home after seven to eight days after marriage. Occasionally I will remember when sitting in rickshaw and holding your hand or tapping flowers on my hair.
..
.
The wedding month will go to honeymoon.
Sitting on a sea coast, she will spend some romantic time and think that it might be better not to marry me. This will be cut in a few months. Own a small family. Maybe the family will be bigger in a small family.
.
....
Now let me say: When you are handed over to others, I may be in another world. Nicotine and drug addiction will consume me in a way. Occasionally there will be water from the eyes of two droplets. Looking at the display of the mobile, I will spend the whole night and say, people do not get what they want.
.....
..
The next day, they will be more dangerously cut. The moments spent with you will lead me to the last boundary of hardship. There will be a time when the family, society will separate me. Then my friend will be dark. Maybe mother can sometimes come and understand.
...
.
This will be cut in a few months or years. There will be a time when I have to spread myself all the time again. Then maybe get a good job and release my father. And after some time, maybe marry a girl and have a little family where there will be some dreams.
.......
.
But believe that one day will come when my "and" and your "and" both are sleepy. I'll stay awake you and I I will remember those days. Two drops of water will flow from the eyes. Oops will have to sleep. They have their school again tomorrow and my office ....
____
__
Though the texts are myths, this is the rule of reality ...