তুমি কী দেখেছো কভু মেধার পরাজয়।
ঘুষের কারণে, কোটার ছোবলে
তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়।
আমিতো দেখেছি কত যে নাদান
টাকা দিয়ে চাকরি পায়
মিষ্টি হাতে পথে ঘাটে সে শার্টের কলার উড়ায়।
লজ্জা শরমে, সমাজের ধিক্কারে
মেধাবী টাকসী খেয়ে যায়।
ঘুষের কারণে, কোটার ছোবলে
তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়।
প্রতি বছর কত সার্কুলার আসে
কাগজের পাতা ভরে।
পরীক্ষার ফি'র নাম করে তারা
কোটি টাকা কামাই করে।
কেউ তো জানে না প্রাণের আকুতি
বার বার সে কী চায়?
জুতা, স্যান্ডেল ক্ষয় করে যদি
একটা চাকরি পায়।
সমাজের বুকে পাশাপাশি
তবুও বেকারদের কেউ নয়।
ঘুষের কারণে, কোটার ছোবলে
তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়।
প্রিয় সুহৃদ
ঘূণে ধরা জীর্ণ সমাজকে মারাত্মক ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে কোটা ব্যবস্থা। ক্যান্সার যেমন দেহকোষে আক্রমণ করে ধীরে ধীরে গোটা দেহকে মৃত্যুর দ্বার প্রান্তে তাড়িত করে। তেমনি চাকরির বাজারে কোটার দৌরাত্ম্য আমাদের যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে। এ দেশে মেধার চেয়ে কোটা, আর মামু-খালুর মূল্যই অনেক বেশি।
No comments:
Post a Comment